লিডিং ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের গবেষণা ফলাফলের পোস্টার প্রেজেন্টেশন ৭ই মার্চ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অনুষ্ঠিত হয়েছে।
 

সকাল ১১টা থেকে শুরু হওয়া এ প্রদর্শনী বেলা আড়াইটা পর্যন্ত চলে।


এতে শিক্ষার্থীরা পাওয়ার ইলেকট্রনিকস, রোবটিক্স, আইওটি বেইসড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, রিনিউয়েবল এনার্জি, সোলার সেল ডিভাইস সহ অন্যান্য সমসাময়িক বিষয়ে তাদের ইনোভেটিভ গবেষণা প্রকল্প ও থিসিসের ফলাফল উপস্থাপন করেন।
 

এ প্রদর্শনী বর্তমান শিক্ষার্থীদের জন্যে বিভাগের চলমান গবেষণা সম্পর্কে বিস্তর জানার সুযোগ সৃষ্টি করে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ বনমালী ভৌমিকের নেতৃত্বে বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ ছাত্রছাত্রীদের এসব গবেষণার ফলাফল পর্যবেক্ষণ করেন এবং ইইই বিভাগের চলমান শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রশংসা করে ইনোভেটিভ গবেষণা প্রকল্পে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পৃষ্টপোষকতার আশ্বাস প্রদান করেন।
 

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরিক্ষা নিয়ন্ত্রক, ট্রাস্টি বোর্ডের সচিব, প্রক্টর, পরিচালক অর্থ ও হিসাব, আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক এবং লাইব্রেরীয়ানসহ শিক্ষক ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
 

এসময় গবেষণা প্রকল্প যথাযথ নিরীক্ষণ ও মূল্যায়নে সেরা তিনটি উপস্থাপনার স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট  ও সার্টিফিকেট প্রদান করা হয়।

প্রেজেন্টেশন সেশন আয়োজক কমিটির কোর্ডিনেটর ও সহকারী অধ্যাপক নাফিস সোবহানী এবং তার টিমকে ইইই বিভাগের বিভাগীয় প্রধান রফিকুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় তিনি ছাত্রছাত্রীদের সময়োপযোগী গবেষণা প্রকল্প নির্বাচন ও তত্ত্বাবধানে অত্যন্ত যত্নবান হওয়ায় বিভাগের শিক্ষকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 

তিনি গুনগত শিক্ষা নিশ্চিতকরণ এবং মানসম্মত গবেষণা জার্নাল প্রকাশনায় ইইই বিভাগ বরাবরের মতো ভবিষ্যতেও দেশে-বিদেশে লিডিং ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৫