রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, 'বাংলাদেশে বর্তমানে একটা অস্বাভাবিক ও ভয়ংকর পরিস্থিতি বিরাজ করছে। অগ্নিকাণ্ড বা বিস্ফোরণ এখন একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। এগুলোকে দুর্ঘটনা বলে সরকারের দায়-দায়িত্ব অস্বীকার করার কোনো সুযোগ নেই।'
সিদ্দিকবাজারে বিস্ফোরণে হতাহতের ঘটনায় আজ বুধবার দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
আ স ম আব্দুর রব বলেন, 'এ ধরনের ঘটনা ঘটার পর তদন্তপূর্বক রহস্য উদঘাটন করতে হবে। পরবর্তী সময়ে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। দ্রুত নিরপেক্ষ তদন্ত করে সঠিক রহস্য উদঘাটন করে কাদের ব্যর্থতা তার নির্ধারণ করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং নিহত ও আহতদের ক্ষতিপূরণ নিশ্চিত করে জনগণকে অবহিত করতে হবে।'
তিনি বলেন, 'সরকারের অব্যবস্থাপনাজনিত অবহেলায় আজ মানুষের জীবনের নিরাপত্তা নেই। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।'
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-১০