ফেঞ্চুগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের অনুদান প্রদান করেছেন দৈনিক পুণ্যভূমি'র সম্পাদক মন্ডলীর সভাপতি ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী।
 

বুধবার (৮ মার্চ) বিকেল ৩টায় ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির ব্যবস্থাপনায় বণিক সমিতির হল রুমে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের হাতে তিনি অনুদান তুলে দেন।
 


এতে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম বাছিত।

সাংবাদিক দেলওয়ার হোসেন পাপ্পুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম।
 

অনুষ্ঠানে প্রধান বক্তা বক্তব্য রাখেন- দৈনিক পুণ্যভূমি'র সম্পাদক মন্ডলীর সভাপতি ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা, মহিলা ভাইস চেয়ারম্যান মোহিনী আক্তার, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাফায়েত হোসেন, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ জুয়েল।
 

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- বণিক সমিতির সিনিয়র সহ সভাপতি ইকবাল খান, বেলাল আহমদ, ব্যবসায়ী আব্দুল হাই খসরু, অর্থ সম্পাদক শাহিন আহমদ খান, সদস্য শাহিন আহমদ, ইমন আহমদ, সুমন আহমদ প্রমুখ।
 

এছাড়াও বাজারের ব্যবসায়ীবৃন্দ সহ বিভিন্ন স্থরের জনসাধারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭