বনের মধ্যে আঁকাবাঁকা সড়ক। একটু পরপর প্রাইভেট কার, পিকআপ ভ্যান আর পণ্যবাহী ট্রাক চলাচল করছে। সড়কের পাশেই একটি হাতি দাঁড়িয়ে। হাতিটিকে কিছুক্ষণ এভাবেই দেখা গেল। কিন্তু পরে একটি ট্রাক এলেই মূল সড়কে উঠে এল হাতিটি। এসেই এটির গতি রোধ করল।
 

এদিকে ট্রাকচালক হাতিটিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলেও একটু পর ক্ষান্ত হলেন। হয়তো ভেবেছিলেন, দেখা যাক কী হয়। শেষমেশ ট্রাকটির কোনো ক্ষতি করেনি হাতিটি। তবে ট্রাকে স্তূপ করে রাখা আখের সারি থেকে শুঁড় দিয়ে কয়েক গোছা আখ টেনে নেয় সেটি। এরপর সরে যায় সড়ক থেকে।



দৃষ্টিনন্দন এ ঘটনা ধরা পড়েছে এক ভিডিওতে। ভারতীয় নারী অজয়িতার টুইটার অ্যাকাউন্ট থেকে পৌনে দুই মিনিটের ভিডিওটি পোস্ট করা হয়েছে। ঘটনাটি কোথাকার সেটি জানাতে পারেননি তিনি। তবে ভিডিও শেয়ার করে ব্যাপক সাড়া পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এই ঘটনাকে প্রাণিজগতের সঙ্গে মানুষের দারুণ সম্পর্ক হিসেবে দেখছেন।


৬ মার্চ ভিডিওটি শেয়ার করেন অজয়িতা। আজ বুধবার পর্যন্ত ২ লাখ ৩০ হাজারবার দেখা হয়েছে এটি। এ ছাড়া এক হাজারের বেশি রিটুইট ও ছয় হাজারের বেশি লাইক পড়েছে ভিডিওটিতে।

ভিডিওর নিচে একজন লিখেছেন, ‘সবচেয়ে বড় ঘটনা হলো হাতিটি লোভী নয়। যতটুকু আখ নেওয়া দরকার, তা নিয়ে ট্রাকটি ছেড়ে দিয়েছে হাতিটি’।


আরেকজন ব্যবহারকারী লিখেছেন, ‘ট্রাকচালক চাইলেই হাতিটিকে এড়িয়ে চলে যেতে পারতেন। কিন্তু তিনি তা না করে হাতিটিকে সহযোগিতা করেছেন। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। দেখে মনে হয়েছে, ট্রাকচালক এ ধরনের পরিবেশে পণ্য পরিবহন করতে অভ্যস্ত।’

হাতিটি চিনি কারখানার কোয়ালিটি কন্ট্রোল সেলের সদস্য—এ কথা মজা করে লিখেছেন একজন ব্যবহারকারী। তিনি আরও লিখেছেন, ‘আখের মান যাচাইয়ের জন্য জাম্বুকে (হাতি) নিয়োগ দেওয়া হয়েছে, সবচেয়ে সত্য কথা এটাই’।

ঘটনার পাশেই সাইনবোর্ড দেখা যায়। তাতে ইংরেজিতে লেখা, সাবধান! গাড়ির সর্বোচ্চ গতিসীমা ৬০ কিলোমিটার। এর ওপরে স্থানীয় ভাষায়ও গতিসীমা নিয়ে লেখা। এটি দেখে ধারণা করা হচ্ছে, বিস্ময়কর এ ঘটনাটি থাইল্যান্ডের কোথাও হতে পারে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-২৮