ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এখন এমন এক পরিস্থিতি, যেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বসার কল্পনাও করতে পারেন না।

জেলেনস্কি বলেন, রাশিয়ান প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার মতো কোনো পরিস্থিতি আমাদের নেই। কারণ, তিনি কথা দিয়ে কথা রাখেন না। তার প্রতি আমাদের কোনো আস্থা নেই। খবর সিএনএনের।


ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ানদের উচিত আমাদের ভূখণ্ড ত্যাগ করা। এরপরই আমরা খুশিমনে কূটনৈতিক আলোচনায় যোগ দিতে পারব। সেনা প্রত্যাহারের পরই আমরা তাদের সঙ্গে আলোচনায় বসার জন্য কোনো পথ খুঁজে পেতে পারি।
ভলোদিমির জেলেনস্কি।

সিএনএনের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি নিজের পরিবার নিয়েও কথা বলেছেন। এই যুদ্ধ পরিস্থিতিতে তার পরিবার কেমন আছে, কোথায় আছে এবং সন্তানরা কী করছে—তা নিয়েও কথা বলেন জেলেনস্কি।

তিনি বলেন, আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এবং সেখানে পড়াশোনা করছে। আমার ছেলে ইউক্রেনের স্কুলে পড়াশোনা করছে। তারা দুজনই ইউক্রেনে আছে। তারা অন্য ইউক্রেনীয় শিশুদের মতোই জীবনযাপন করছে। আমরা সাইরেনের শব্দের সঙ্গে জীবন অতিবাহিত করছি।

জেলেনস্কি বলেন, আমরা বিজয় চাই। আমরা দীর্ঘস্থায়ী সংঘাতে অভ্যস্ত হতে চাই না। কিন্তু আমরা চ্যালেঞ্জ মোকাবিলায় অভ্যস্ত হয়ে পড়ছি। সবাই একটি জিনিসই চায়—এ যুদ্ধের সমাপ্তি।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে