সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হলো সিলেট রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট ২০২২-২৩। 

 


বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সিলেট জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত সমাপনী খেলায় ট্রাইব্রেকারে হবিগঞ্জ জেলা পুলিশকে হারিয়ে সিলেট জেলা পুলিশ শ্রেষ্ঠত্ব অর্জন করে।

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি সিলেট রেঞ্জ এমএ জলিল, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার মো. সুফিয়ান, রফিকুল ইসলাম, সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার শ্যামল বনিকসহ প্রমুখ। 


সিলেটভিউ২৪ডটকম/নাজাত-০৭