বুধবার (৮ই মার্চ) দুপুরে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রহমান ঢালী ও আব্দুস সালাম ঢালীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
 

তিনি বলেন, ‘গত ২০১৪ সালের নির্বাচন বন্ধে বিএনপি-জমায়াত দেশব্যাপি আগুন সন্ত্রাস সৃষ্টি করেছিল। কিন্তু তাদের উদ্দেশ্য সফল হয়নি। আবার তারা আগামী সংসদ নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছে। বিএনপির জন্য নির্বাচনে বসে থাকবে না। কিন্তু নির্বাচন প্রতিহতের ক্ষমতা বিএনপির নেই।’


এসময় তিনি আরও বলেন, ‘যারা বলেছেন শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে দিবে না, এদের জন্ম ক্যান্টনমেন্টে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে একটি রাষ্ট্র কোষাগারের অর্থ খরচ করে একজন সামরিক জান্তা জিয়াউর রহমান এদের জন্ম দিয়েছিলেন। সেই জন্মলগ্ন থেকে এরা গণতন্ত্র কখনোই বিশ্বাস করে না। এরা গনতন্ত্র বিশ্বাস করে না সংবিধানে বিশ্বাস করে না। এটা করে না বলেই তারা অর্বাচীনির মত কথা বলে।’

মোজাম্মেল হক বলেন, ‘খালেদা জিয়া এতিমদের টাকা মেরে খেয়েছে। তিনি দুর্নীতিবাজ। তার ছেলে তারেক বিশ্বের এক নম্বর দুর্নীতিবাজ। সুতরাং এই সমস্ত লোকজনেরা জনগণের ভোটেতো নির্বাচিত হতে পারবে না। একারণে তারা ভোট বানচাল করার ষড়যন্ত্র করে, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়। ওরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিশ্বাস করে না, দেশের উন্নয়ন অগ্রগতিতে বিশ্বাস করে না। ওরা শুধু চায় ক্ষমতা লুটপাট কিভাবে করবে।’


তিনি নিজ দলীয় কিছু এমপিদের উদ্দেশ্যে বলেন, ‘যে সকল এমপিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে, যারা নিজেকে মহারাজা মনে করে। যারা সন্ত্রাস করে, যারা নৈরাজ্য করে তাদের বিরুদ্ধে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোচ্চার। তাদের প্রধানমন্ত্রী ছাড় দিবেন না।’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মকাণ্ডের এক প্রশ্নের জবাবে ছাত্রলীগের অভিভাবক হিসেবে মোজাম্মেল হক বলেন, ‘যারা ছাত্রলীগের ভিতরে অপকর্ম করেছেন, তারা অনুপ্রবেশকারী।  এদের খোঁজখবর রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা দলে প্রবেশ করে অপকর্ম করবে, তাদের ছাড় দেওয়া হবে না।’

এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রব মুন্সী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন কোতোয়াল, রুদ্রকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ঢালী, চিতলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার, আংগারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হাওলাদার সহ কয়েকশ নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে বিএম মোজাম্মেল হকের গাড়িবহরে অংশ নেন।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-৩৯