জার্মানির হামবুর্গ শহরে বন্দুকধারীর গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

হামবুর্গের জিহোভা’স উইটনেস গির্জায় বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, কী কারণে এ হামলা চালানো হয়েছে, এ ব্যাপারে এখনো পরিষ্কারভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, রাত ৯টার পর একটি কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান কর্মকর্তারা। এরপর তারা বেশ কয়েকজনকে গুরুতর আহত ও কয়েকজনকে মৃত অবস্থায় পান।

এ ঘটনায় হামবুর্গের মেয়র পিটার শেনশাহ গভীর শোক প্রকাশ করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে