‘বিশ্বনবী ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর পর মিথ্যা নবুওয়াতির দাবিদার পাকিস্তানের কাদিয়ান নিবাসী গোলাম আহমদ কাফির। তার অনুসারীরাও কাফির।’

 


শুক্রবার (১০ মার্চ) বাদ জুম’আ শান্তিগঞ্জে তৌহিদী জনতার আহ্বানে শান্তিগঞ্জ বাজার পয়েন্টে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে ও কাদিয়ানী বিরোধী সমাবেশে নিহত আরিফুজ্জামান রাহী হত্যার বিচারের দাবিতে  বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এসব কথা বলেন বক্তারা।

 

মিছিলটি আব্দুল মজিদ জামে মসজিদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিগঞ্জ বাজার চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা আরও বলেন, ‘পবিত্র কোরআন মাজীদের সূরায়ে আহযাবের ৪০নং আয়াতে মহান আল্লাহ পাক বলেছেন, মুহাম্মদ (স.) আল্লাহপাকের একমাত্র রাসূল ও সর্বশেষ নবী। গোলাম আহমদ কাদিয়ানি ইয়াহুদিদের দোসর হিসেবে দুনিয়ার লোভে পড়ে কোরআনের বাণীকে অস্বীকার করে সে নবী বলে দাবি করে। এমনকি তার কাছে দশ পারা কিতাব নাযিল হয়েছে বলেও দাবি করে। বেশ কিছুদিন যাবত বাংলাদেশেও কতিপয় লোকদের মধ্যে এই সেই ভ্রান্ত মতবাদ মোটা অংকের অর্থের বিনিময়ে ছড়াচ্ছে। তাই অতিদ্রুত কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার পাশাপাশি কাদিয়ানী বিরোধী আন্দোলনে নিহত শহীদ আরিফুজ্জামানের হত্যার বিচারের দাবী জানান বিক্ষোভকারীরা।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে মাওলানা ইসকন্দর আলীর সভাপতিত্বে ও মাওলানা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরী ,আব্দুল ওয়াহিদ, রমজান হোসাইন, সিরাজুল ইসলাম, জিয়াউর রহমান, গৌছ উদ্দিন, আব্দুর রশিদ, আব্দুর রকিব ও আবু সুফিয়ান প্রমুখ।

এসময় বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয় তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/সামেউল/নাজাত