সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের নওয়াগাওঁ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার ড, মুহাম্মদ মোশাররফ হোসেন।
শনিবার (১১ মার্চ) বিকেলে সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে নিয়ে উক্ত প্রকল্প পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন কালে প্রকল্পের সার্বিক বিষয় নিয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলেন।
এসময় প্রকল্পে বসবাসকারী ২৩টি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং পেঁপে, বেগুন ও মরিচের চারা বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভুমি) তানভীর হোসেন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব জয়নাল আবেদীন, সহকারী কমিশনার (ডিসি অফিস) ওমরসানী, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নাছির উদ্দীন, মদরিছ আলী শিকদার প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/মতিন/এসডি-১১