সার্থক ও প্রানবন্ত কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত করায় মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ডের সকল কাউন্সিলার, অঙ্গ ও সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব। শতভাগ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিল উপহার দেয়ায় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। একই সাথে অবাধ ও সুষ্ঠু কাউন্সিল সফল করায় মহানগর বিএনপি সদ্য সাবেক আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ও দায়িত্বপালন কারী নির্বাচন কমিশনের প্রতিও কৃতজ্ঞতা জানান তারা।

 


শনিবার (১১মার্চ) এক বিবৃতিতে নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব বলেন, দেশ জাতির চরম ক্রান্তিলগ্নে কাউন্সিলের মাধ্যমে তৃনমূল নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে সিলেট মহানগর বিএনপির নেতৃত্ব নির্বাচন মাইলফলক হয়ে থাকবে। ওয়ার্ড নেতৃবৃন্দ চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন জোরদারের যে প্রত্যাশা নিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন আমরা সেই প্রত্যাশা পূরণে অঙ্গিকারাবদ্ধ। 

নেতৃবৃন্দ বলেন, আওয়ামী দুঃশাসনে জনগণ আজ দুর্বিষহ জীবনযাপন করছে। নিত্যপণ্যের উর্ধ্বগতি, দফায় দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে জীবনযাত্রা স্তব্দ হতে চলেছে। সরকার জনতার দাবীকে উপেক্ষা করে একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হবেনা। নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শর্তহীন স্থায়ী মুক্তি, দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সকল প্রতিবন্ধকতা দূর করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নবনির্বাচিত সিলেট মহানগর কমিটি সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মহানগর বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করাই আমাদের প্রধান লক্ষ্য।

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত