বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে জেলা বিএনপির মানববন্ধন ছিল গতকাল শনিবার। এই কর্মসূচিতে ‘পুলিশ প্রহরায় যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীরা’ হামলা চালায় বলে অভিযোগ বিএনপির। হামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমানসহ অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
এ হামলায় ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মহানগর বিএনপির নেতৃবৃন্দ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগের অতীত ইতিহাস বলে তারা কখনো গণতন্ত্র ও বাক স্বাধীনতায় বিশ্বাস করে না। তাই তারা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উসকানিতে হামলা চালিয়েছে। অবিলম্বে এসব সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। না হলে দেশের শান্তিপ্রিয় মানুষ তাদেরকে প্রতিহত করবে।’
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে