নতুন এই প্ল্যাটফর্ম টুইটার ও মাস্টোডনের সঙ্গে প্রতিযোগিতা করবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। সিএনএন, বিবিসি, ওয়াশিংটন পোষ্ট

 


এক সাক্ষাৎকারে মেটার একজন মুখপাত্র বলেন, ‘টেক্সট মেসেজ আদান-প্রদানে বর্তমানে আমরা নতুন স্বতন্ত্র যোগাযোগমাধ্যমের উন্নয়নে কাজ করছি। আমাদের বিশ্বাস কনটেন্ট নির্মাতা ও সাধারণ ব্যবহারকারী পছন্দের বিষয়ে তাদের মতামত জানাতে পারবে এমন আলাদা জায়গার প্রয়োজনীয়তা রয়েছে।’

মালিকানা বদলের পর থেকেই মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার ঘিরে অস্থিরতা শুরু হয়েছে। কর্মী ছাঁটাই, ব্যক্তিগত গোপনীয়তা এবং কারিগরি বিভ্রাটের কারণে অনেকেই টুইটার ছাড়ছেন। এই সুযোগকে কাজে লাগাতে চাইছে মেটা। সেই লক্ষেই নতুন এই উদ্যোগ নিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্টটি।

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত