হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন মিরাজ মিয়া (২৩) নামে এক ট্রাক চালক। সোমবার (১৩ মার্চ) ভোরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সিএনজি ফিলিং স্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মিরাজ মিয়া সিলেটের এয়ারপোর্ট এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মো. মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শায়েস্তাগঞ্জ সিএনজি ফিলিং স্টেশন এলাকায় মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছিল। সোমবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দেয়।
এতে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের চালক মিরাজ মিয়া গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেটভিউ২৪ডটকম/ জাকারিয়া/ নাজাত