সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান বলেছেন, সিলেটের ফেঞ্চুগঞ্জে উৎসব মুখর পরিবেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষে ফলাফল স্ব স্ব কেন্দ্র ঘোষনা করা হবে। কাজেই কোনরূপ শঙ্কিত হবার কারণ নেই। 

 


সোমবার (১৩ মার্চ) ফেঞ্চুগঞ্জ ইউপি নির্বাচনের বিভিন্ন প্রার্থীদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসক আরো বলেন, নির্বাচনের শেষ পর্যায়ে কারো কোনো অভিযোগ থাকবেনা এটা প্রমাণ করে আমরা ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবো।

সভার বিশেষ অতিথি সিলেটের পুলিশ সুপার আব্দুল্লা আল মামুন বলেন, আপনি সত্যিকারের জনসেবক হলে আপনি নির্বাচিত হবেন। ইবিএমে আপনার ভোট আপনি দিতে পারবেন। অন্য কেউ দেবার সুযোগ নেই। নির্বাচনে ফলাফল ঘোষনার পর কোন বিজয় মিছিল হবেনা। আইন অমান্য করলে কাউকে ছাড় দেয়া হবেনা।

নির্বাচনকে কেন্দ্র করে আমরা কোন মারামারির দৃশ্য দেখতে চাই না। 

ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার এহসানুল কবির ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা নির্বাচন অফিসার শুকুর মাহমুদ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার পরিত্রান তালুকদার, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাফায়েত হোসেন। 

এছাড়া বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাথী তৈয়ফুর রহমান শাহীন, ইকবাল আহমদ, আক্তার আলী, মাইজগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জুবেদ আহমদ চৌধুরী, মুহিত আহমদ শাহ, আহমেদ বেলায়েত, ঘিলাছড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আমিনুর রহমান জুয়েল, বুরহান উদ্দীন সিন্দু, উত্তর কুশিয়ারা ইউনিয়নে হাজী লুদু মিয়া, ফজলুর রহমান,  উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জুনেদ আহমদ, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক মামুনুর রশীদ, পারভেজ আহমেদ, আশিকুল হক,আব্দুল কাইয়ুম, রাসেল আহমেদ টিটু, হাজী আবু মিয়া, রাহেনা খাতুন, ফাতেহা বেগম, মারূফা ফয়সল।

 

সিলেটভিউ২৪ডটকম/ ফরিদ/ নাজাত