নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় সপ্তাহ ব্যাপী স্বাধীনতা বইমেলা শুরু হয়েছে। রোববার (১২ মার্চ) বিকেলে উপজেলা সহকারি কমাণ্ডার আব্দুল হান্নান বইমেলার উদ্বোধন করেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড যৌথভাবে বইমেলার আয়োজন করেছে। এতে সহযোগিতা করছে মাছরাঙা প্রকাশন। বই মেলায় শিশু-কিশোর, সাহিত্য, সংস্কৃতি, স্বাধীনতার ইতিহাস, প্রবন্ধসহ বিভিন্ন ধরনের বই রয়েছে। মূলত মানুষকে বইমুখী করতে বইমেলার আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। 


উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, তারুণ্য নাট্যগোষ্ঠীর সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনু, প্রভাষক হাসান আহমদ, কবি আবুল কাসেম, কবি ও শিক্ষক মৃণাল কান্তি দাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ডে আহ্বায়ক মুহাম্মদ শাহজহান ও সদস্য সচিব শিক্ষক শুভাশিষ দে, অম্লান দাস সৌরভ, নয়ন চক্রবর্তী, শাহরিয়ার শাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষ এখন আগের মতো বই পড়ে না। তারা বই থেকে দূরে সরে গেছে। অথচ বই মানুষের জ্ঞানের দরজা খুলে দেয়। বই মানুষকে আলোকিত করে। নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জানতে হলে সবাইকে বই পড়তে হবে। নিজে বই পড়ার পাশাপাশি অন্যদেরও বই পড়ায় উদ্বুদ্ধ করতে হবে। কারণ জ্ঞান অর্জনে বই পড়ার বিকল্প নেই। মানুষকে বই পড়ায় উদ্ধুদ্ধ করতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড আয়োজিত এই বইমেলা মানুষকে বইমুখী করবে, বই পড়তে উৎসাহ যোগাবে বলে তারা আশা প্রকাশ করেন।

সিলেটভিউ২৪ডটকম/লাভলু