সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইকলাল আহমদের শেষ নির্বাচনী জনসভা সোমবার (১৩ মার্চ) বিকেল ৪টার সময় সাহেবের বাজারের পশ্চিমের মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
৩নং খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তারা মিয়া সভাপতিত্বে, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান আলী তালুকদার ও যুবলীগ নেতা আব্দুল বাছিতের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খাঁন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক ও মোগলাগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হিরন মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এইচ এম এ মালিক ইমন, ৩নং খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইকলাল আহমদ, প্রভাষক বদরুল আলম, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আরিফ আহমদ সুমন।
বক্তব্য রাখেন- খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জালাল আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস শহিদ, সাবেক সাংগঠনিক আবুস সালাম।
বক্তব্য রাখেন- ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, আব্দুর রহিম, প্রভাষক বদরুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা তাতী লীগের উপদেষ্টা উপেন্দ্র ঘোষ, চান মিয়া, বশির মিয়া, সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য নজরুল ইসলাম, যুবলীগ নেতা এমরান আলী তালুকদার, আব্দুস সালাম, জসীম উদ্দিন, আব্দুল আলীম, আব্দুল মুক্তার বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা খাদিমনগর শাখার সভাপতি মুক্তার খাঁ, শ্রমিকলীগ নেতা সাহেদ আহমদ, সৌদিআরব প্রবাসী কয়েস আহমদ, ফ্রান্স প্রবাসী কফিল উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, এই ইউনিয়নের আরো বেশি পরিকল্পিত উন্নয়ন বেশি করতে আগামী ১৬ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী মো. ইকলাল আহমদকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। ইকলালকে নির্বাচিত করলে আপনাদের উন্নয়নের দায়িত্ব আমাদের। আপনারা গুজবে কান না দিয়ে ১৬ তারিখ নৌকা মার্কায় ভোট দিন। আমরা আশা করি আপনারা ইকলালকে নির্বাচিত করবেন। দলমত নির্বিশেষে আপনারা সবাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ী করতে সকলের প্রতি অনুরোধ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খাঁন বলেন, খাদিমনগর ইউনিয়নের সাধারণ জনগণ পরিবর্তন চায়। বর্তমান সরকার ও আওয়ামী লীগের, সব বিভাগে অন্যদলের চেয়ারম্যান যেতে পারে না। তাই এই এলাকার উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিয়ে পরিকল্পিত উন্নয়ন করার সুযোগ দিন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২১