হবিগঞ্জের আজমিরীগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল ভৌমিকের সাথে উপজেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকাল চারটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিকের আয়োজনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজের আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি স্বপন বণিক, দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি এবায়দুর রহমান রাসেল, যায়যায়দিনের প্রতিনিধি আবু হেনা, মানবজমিনের প্রতিনিধি শেখ আমির হামজা, দৈনিক কালবেলা ও সিলেটভিউর প্রতিনিধি এনামুল হক মিলাদ, দৈনিক নয়া শতাব্দীর প্রতিনিধি ফরহাদ চৌধুরী, দৈনিক স্বাধীন বাংলার প্রতিনিধি হাবিবুর রহমান রিয়াদ, দৈনিক প্রভাকরের আজমিরীগঞ্জ প্রতিনিধি মিলন মাহমুদ এবং দৈনিক হবিগঞ্জের মুখের উপজেলা প্রতিনিধি এসকে কাউসার প্রমুখ।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক বলেন, ‘সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। আপনাদের বস্তুনিষ্ঠ লিখনীতে সমাজের অনিয়ম, দুর্নীতির পাশাপাশি সমাজের ভালো দিকও ফুটে উঠে। আজমিরীগঞ্জ উপজেলাকে আরো সামনে এগিয়ে নিতে চাই। সরকারি নিয়মনীতির মধ্যে আজমিরীগঞ্জে ভালো কিছু করতে চাই।’

৩৪তম বিসিএসের এই কর্মকর্তা আজমিরীগঞ্জ উপজেলার সার্বিক অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। এ সময় উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

এর আগে জুয়েল ভৌমিক হবিগঞ্জে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।


সিলেটভিউ২৪ডটকম/মিলাদ/পিডি