সিলেটে ‘ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের মিলিটারি অফিসাররা অংশগ্রহণ করেছেন।
সিলেটের বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি’র আয়োজনে মঙ্গলবার (১৪ মার্চ) সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের কনফারেন্স হলে বিশেষ এ কোর্স অনুষ্ঠিত হয়।
কোর্সের বিফ্রিং পর্বে সম্মানিত অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফ (বিপিএম-বার, পিপিএম)। ব্রিফিং শেষে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে ছিলো মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম