জৈন্তাপুর উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিয়োগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মার্চ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের অধ্যক্ষ বিজন চন্দ্র বিশ্বাস সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। অনুষ্ঠান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. আজিজুল হক খোকন, বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, আব্দুল আহাদ, আনোয়ার হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কাজী জয়নাল আবেদীন, জাহেদ মিয়া, খোর্শেদ আলম ও মাসুক আহমদ।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম এখলাছুর রহমান-কে মরনোত্তর সম্মানা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। সম্মাননা ক্রেষ্ট গ্রহন করেন মরহুমের পুত্র উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহীনুর রহমান।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহন এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সিলেটভিউ২৪ডটকম / সাব্বির/ নাজাত