সিলেট সদর উপজেলার ৬নং টুকরবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে দেখা গেল শতবর্ষী মহিলাকে।আগুন বিবি নামের বৃদ্ধা নাতির কোলে চড়ে ভোট কেন্দ্রে আসেন তিনি। নাতির কোলে চড়ে ভোট কেন্দ্রে পৌঁছে ভোট দিতে পেরে বেশ আনন্দ পেয়েছেন দাদি নাতি দুজনই।
আগুন বিবি জানিয়েছেন ভোট দিতে কোন অসুবিধা হয়নি। শুধু বয়সের কারণে হাঁটতে অসুবিধা হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় টুকরবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে দেখা যায় এ দৃশ্য ক্যামেরা বন্দি করেছেন সিলেটভিউ২৪ডটকমের শাহীন আহমদ।
এদিকে সিলেট জেলার দুই উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিভিন্ন ইউনিয়নের ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘলাইন লক্ষ্য করা গেছে।
সিলেটে নির্বাচন হওয়া ইউনিয়নগুলো হচ্ছে- সিলেট সদর উপজেলার খাদিমনগর, খাদিমপাড়া ও টুকেরবাজার এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ সদর, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন।
এসব ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, বেশিরভাগ কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন। পুরুষ ভোটারদের পাশাপাশি লম্বা লাইন নারী ভোটারদেরও ।
মাঠে রয়েছে পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার বাহিনী। এছাড়া দুটি উপজেলায় কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
সিলেটভিউ২৪ডটকম/শাহীন/ইআ-০১