শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে' ক্যারিয়ার টক' অনুষ্ঠিত হয়েছে।
 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে ক্যারিয়ারের দিক নির্দেশনা মূলক এ অনুষ্ঠানের আয়োজন করেছে সাস্ট ক্যারিয়ার ক্লাব।
 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল  ইসলাম, ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক ও অনুষ্ঠানের মূল আলোচক ব্রাক ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মো. সাব্বির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, 'আধুনিক প্রতিযোগিতামূলক এই বিশ্বে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য ক্যারিয়ারের দিক নির্দেশনা খুবই জরুরি।

''এসব দিক নির্দেশনা তাদেরকে কর্মস্থলের জন্য উপযোগী করে গড়ে তুলতে সহায়তা করছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রত্যকটি জায়গায় দক্ষ মানবসম্পদে পরিণত হচ্ছে। তাছাড়া প্রতিষ্ঠানগুলোও উপকৃত হবে; সর্বোপরি দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে।''
 

এছাড়া সেই শিক্ষার্থীরা যে প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন করেছে, সেই প্রতিষ্ঠানেরও সুনাম অর্জিত হচ্ছে।
 

তিনি আরও বলেন, ''শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের রূপরেখা নির্ধারনে সাস্ট ক্যারিয়ার ক্লাব আয়োজিত আজকের এই 'ক্যারিয়ার টকস' সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা সঠিক দিক নির্দেশনা পেতে অংশগ্রহন করছে।
 

এসময় ক্যারিয়ার টক অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।
 

অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বলেন, "শিক্ষার্থীদেরকে পড়ােলেখার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা জরুরি। তবে মূল পড়াশোনা বাদ দিয়ে অন্যান্য কাজে সময় বেশি দিলে একাডেমিক দিকে অবনতি হতে পারে।"
 

তাই শিক্ষার্থীদেরকে এসব কাজে ভারসাম্য রাখার প্রয়োজন বলে মনে করেন তিনি।
 

অনুষ্ঠানে ব্রাক ব্যাংকের উপ- ব্যবস্থাপনা পরিচালক মো. সাব্বির হোসেন ব্রাক ব্যাংকের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। ব্রাক ব্যাংকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের প্রেরণার জীবনের আংশিক আলোচনা করেন।
 

অনুষ্ঠানের মূল আলোচক হিসেবে তিনি ব্যাংকিং সেক্টেরে কাজ করার জন্য কি কি ধাপ অতিক্রম করতে হবে শিক্ষার্থীদের সামনে তা তুলে ধরেন।
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীসহ অন্যান্য শিক্ষকরা।
 

এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী ও ক্যারিয়ার ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেছেন।

 

সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-০৭