ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে এক নৈশভোজে যোগ দিয়েছেন বিএনপির ৫ নেতা।
 

বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বারিধারায় হাইকমিশনারের বাসভবনে নৈশভোজে যোগ দেন বিএনপি নেতারা।
 


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নৈশভোজে অংশ নিয়েছেন- দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।
 

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
 

তিনি বলেন, ভারতের হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে অংশ নিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বারিধারায় হাইকমিশনারের বাসভবনে গিয়েছেন বিএনপি মহাসচিবসহ ৫ নেতা।
 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২৮


সূত্র : ঢাকাপোষ্ট