প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন তরুণ বাঁহাতি ব্যাটসম্যান জাকির হাসান। কিন্তু মাঠে নামার আগেই দল থেকে ছিটকে যেতে হয়েছে তাকে।

বিসিবি জানিয়েছে, অনুশীলনে ছোট পাওয়ায় সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলা হচ্ছে না জাকির হাসানের। তার বদলে দলে নেওয়া হয়েছে রনি তালুকদারকে।


আইরিশদের বিপক্ষে সিরিজ খেলতে বাংলাদেশ দল সিলেটে আসে কাল বৃহস্পতিবার সকালে। তবে প্রস্তুতি ম্যাচ খেলতে আগে থেকেই সিলেটে ছিলেন ২৫ বছর বয়সী জাকির।

দলের সঙ্গে বৃহস্পতিবার ঐচ্ছিক অনুশীলন করতে গিয়ে বিপত্তি বাঁধে।

বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুর ইসলাম জানিয়েছেন, ‘বৃহস্পতিবার নেটে ব্যাটিং করার সময় বাম হাতের বৃদ্ধাঙ্গুলে ব্যথা পেয়েছেন জাকির। এক্স-রে রিপোর্টে সূক্ষ্ম চিড় দেখা গেছে। যা থেকে সেরে উঠতে ২ সপ্তাহের মতো সময় লাগবে। যেটির মানে, দূর্ভাগ্যবশত ওয়ানডে সিরিজে তাকে পাওয়া যাবে না।’

জাকির ছিটকে যাওয়ায় সুযোগ পেয়েছেন রনি তালুকদার। প্রায় ৮ বছর পর তিনি ফিরলেন জাতীয় দলে। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে ৬১ বলে ৮০ রানের ইনিংস খেলার দিনই ডাক পেলেন এই ৩২ বছর বয়সী ব্যাটসম্যান।

সিলেটে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামীকাল শনিবার। ২০ মার্চ দ্বিতীয় এবং ২৩ মার্চ তৃতীয় ওয়ানডে হবে।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে