মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উপনির্বাচনে মো. আরমান বৈদ্যুতিক পাখায় ১১৩২ ভোট পেয়ে বেসরকারি ভাবে সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৪৬৮ ভোট।
সাধারণ সদস্য ফারুক মিয়ার মৃত্যুজনিত করণে পদটি শূন্য হলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে। মোট ৩ হাজার ৩৫৯ ভোটারের ওয়ার্ডে ২ হাজার ১৩৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উপনির্বাচনে মনতলা শাহজালাল সরকারি কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রিসাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন ফলাফল ঘোষণা করেন।
সিলেটভিউ২৪ডটকম/ইআ০২