হবিগঞ্জে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে শহরের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির।


এছাড়াও জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এসএম মুরাদ আলী, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, সিভিল সার্জন ডা. মুহাম্মদ নুরুল হকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে জাতির পিতা ও সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

পরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন একটি বর্নাঢ্য র‌্যালী বের করে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিমতলায় এসে শেষ হয়।

এছাড়া আলোচনা সভা, কেককাটাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
 

সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-০৪