যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন করেছে সিলেট সিটি কর্পোরেশন। 

শুক্রবার (১৭ মার্চ) দিবস উপলক্ষে সকাল ৯টায় সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। 


 

দিবসের কর্মসূচীর অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৩ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিসিকের নির্বাহী প্রকৌশলী রুহুল আলমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক। 

এতে বক্তব্য রাখেন সিসিক কাউন্সিলর মো. আজম খান, সংরক্ষিত কাউন্সিলর সালমা সুলতানা, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান। সভায় সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত