জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসন সিলেটের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় কাজী নজরুল অডিটরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. মজিবর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম, পুলিশ সুপার সিলেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, চেয়ারম্যান জেলা পরিষদ সিলেট এ্যাডভোকেট নাসির উদ্দীন খান, বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ সভাপতি সিলেট মহানগর আওয়ামী লীগ, আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতি সিলেট জেলা আওয়ামী লীগ, অধ্যাপক জাকির হোসেন সাধারন সম্পাদক সিলেট মহানগর আওয়ামী লীগ, এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক, কলামিষ্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত