সিলেট ৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ) আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, টুঙ্গি পাড়ায় জন্ম নেওয়া বঙ্গবন্ধু তার জীবন যৌবন সবকিছু বিসর্জন দিয়েছেন বাঙ্গালী জাতির জন্য, তের বছর জেলে কেটেছে।
জীবনের সবচেয়ে সুখময় দিনগুলো কেটেছে কারাগারে। তাঁর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আওয়ামীলীগ ও বাঙ্গালী জাতির জন্য সবকিছু বিলিন ও বিসর্জন দিয়েছেন। ১৯৭৫ইং সালের ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। আজকের এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ স্বপ্নের সোনার বাংলাদেশ সত্যিকার অর্থে পরিণত হয়েছে। গৃহহীন মানুষরা ভূমি পাবে, ঘর পাবে, অন্ন, বস্ত্র, বাসস্থানের সুযোগ পাবে। গ্রাম হবে শহর সে লক্ষ্যে মমতাময়ী মা এদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা আওয়ামীলীগের নিবেদিত প্রাণ। দেশের উন্নয়নের বার্তা দলীয় নেতাকর্মীকে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে দিতে হবে। আমি আপনারদের সন্তান, আপনারদের সুখ দুঃখে পাশে আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাজ করতে হবে।
১৬ মার্চ বৃহস্পতিবার রাতে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের সভাসুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তেতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওয়াহিদ মনির মিয়া’র সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইস্তা মিয়া ও যুবলীগ নেতা মইনুল ইসলাম এর যৌথ পরিচালনায় সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাসিদ রানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় সম্পাদক হাজী ফারুক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বশির আলী, দপ্তর সম্পাদক মোঃ সুজন উদ্দিন খাঁন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুক আহমদ, বন ও পরিবেশ সম্পাদক জালাল উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাজী আতিকুর রহমান, সদস্য লায়েক আহমদ জিকু, কালাম হোসেন, মোঃ নুরুজামান, দক্ষিণ সুরমা উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন, তেতলী ইউনিয়ন যুবলীগ সভাপতি নিজামুর রহমান নিজাম।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামীলীগনেতা সাবেক মেম্বার জমির আলী, মিছির আলী, দুদু মিয়া, মানিক মিয়া, তেতলী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ক্বারী ফয়ছল আলম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাওলানা দিলোয়ার হোসেন, যুবলীগ নেতা রিয়াজ মিয়া, ছাত্রলীগনেতা রুবেল আহমদ প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্রলীগনেতা কামরান আহমদ।
সম্মেলনে ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়।
৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মিছির আলী ও সাধারণ সম্পাদক সুহেল খান, সহসভাপতি ঠিকাদার মানিক মিয়া ও আব্দুল হাফিজ, যুগ্ম সম্পাদক নেয়াব আলী, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ ও বেলাল আহমদ।
৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নাজমুল ইসলাম চান মিয়া, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান মালাই সহ অন্যোন সদস্যরা মনোনীত হয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-৮