সম্প্রীতির বন্ধনে আবদ্ধ সিলেটের জৈন্তাপুর প্রবাসী গ্রুপের সহায়তা বিতরণ করা হয়েছে।
 

শুক্রবার (১৭ মার্চ) বিকাল ৩টায় উপজেলার দরবস্তস্থ হেলালি মার্কেট সম্মুখে গ্রুপের পক্ষ থেকে ১৭ তম আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
 


সহায়তা বিতরণ অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৬ জন  বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় রোগীদের মধ্যে ৩ লক্ষ টাকা অনুদান বিতরণ করা হয়।
 

মাওলানা মুজাম্মিল হেলালির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জৈন্তাপুর  উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রবাসী গ্রুপের গ্রুপ নেতা জামাল আব্দুন নাসের, প্রবাসী জমির উদ্দিন, মাহবুবুল আলম, জাহাঙ্গীর আলম, তুফায়েল আহমদ, হেলাল আহমদ, জামাল আহমদ, মাওলানা শরীফ উদ্দিন, আজাদ আহমদ, রহিম রহমান আজম, মাওলানা শিহাব উদ্দিন, মিসবাহ আহমদ, জাকারিয়া আহমদ, আবুল কালাম সিকদার, হুমায়ুন আহমেদ কিবরিয়া প্রমূখ।
 

মাওলানা ক্বারি আব্দুর রউফ সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৩