ছবি: সংগৃহিত।

ইকুয়েডরের দক্ষিণ উপকূলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় দুপুরের দিকে ঘটনাটি ঘটে। ৬ দশমিক ৭ মাত্রার এ ভূমিকম্পের পর বেশ কয়েকটি শহরে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর বিবিসির।

দক্ষিণের প্রদেশ এল ওরো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে জরুরি পরিষেবাগুলো জানিয়েছে যে লোকেরা ধসে পড়া বাড়ির ভেতরে আটকে আছে।


এল ওরোতে ১১ জন ও আজুয়ায় প্রদেশে একজনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

জানা গেছে, ইকুয়েডরের দ্বিতীয় বৃহত্তম শহর গুয়াকিল থেকে প্রায় ৫০ মাইল দূরে বালাওয়ের কাছে ভূমিকম্পের কেন্দ্র ছিল, যেখানে প্রায় তিন মিলিয়ন মানুষ বাস করে।

দেশটির প্রেসিডেন্ট গুইলারমো লাসো এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাইকে শান্ত থাকতে বলেছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে বলেও আশ্বস্ত করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে