সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মার্চ) দুপুরে পড়ে গুরুতর আহত হলে ওই শ্রমিককে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে রবিবার (১৯ মার্চ) সকালে তিনি মারা যান। 

নিহত জুরান আলী কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার আলম মিয়ার ছেলে। 


মৃত্যুর বিষয়টি ওসমানী হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এস.আই জুয়েল আহমদ সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ওসমানী হাসপাতালের নির্মাণাধীন ক্যানসার বিল্ডিংয়ের ৩য় তলায় কাজ করার সময় শনিবার দুপুর ১২টার দিকে সেখান থেকে হঠাৎ পড়ে যান জুরান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে রবিবার সকাল ৮টার দিকে তিনি মারা যান।

এস.আই জুয়েল বলেন- সুরতহাল শেষে লাশ ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম