বর্ষা মৌসুম শুরুর আগেই সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নির্মাণাধীন ৫টি সেতুর কাজ সমাপ্তের জন্য সংশ্লিষ্টদের চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে গোয়াইনঘাট উপজেলা পরিষদ। বর্ষা নামার আগে সেতুগুলোর নির্মাণকাজ সমাপ্ত না হলে উপজেলার দুই লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়বে বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়। 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী- সিলেট-৪ আসনের সাংসদ ইমরান আহমদের প্রচেষ্টায় বরাদ্দ প্রাপ্তির পর সালুটিকর-গোয়াইনঘাট সড়কের হাটগং সেতু, তোয়াকুল সেতু, বঙ্গবীর সেতু ও গোয়াইনঘাট-আহারকান্দি সড়কের উনাইর ভাঙ্গা সেতু এবং গোয়াইনঘাট-রাধানগর সড়কের শিমুল তলা সেতুর কাজ শুরু হয়। তবে এসব সেতুর নির্মাণকাজ ধীরগতিতে চলছে বলে স্থানীয়দের অভিযোগ।


বর্ষা মৌসুম শুরুর আগে জনগুরুত্বপূর্ণ এ সেতুগুলোর নির্মাণকাজ শেষ না হলে গোয়াইনঘাট উপজেলা সদরের সাথে সংশ্লিষ্ট এলাকাগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা।  

স্থানীয়দের এ দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে গোয়াইনঘাট উপজেলা পরিষদ ওই ৫টি সেতুর নির্মাণকাজ বর্ষার আগে সমাপ্ত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, স্থানীয় সরকার মন্ত্রলালয়ের সচিব, সিনিয়র সচিব, বিভাগীয় কমিশনার ও সিলেট জেলা প্রশাসক বরাবরে চিঠি প্রেরণ করে। 

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ বলেন, সরকার জনগণের সুবিধার কথা চিন্তা করে গোয়াইনঘাট উপজেলায় এই ৫টি সেতুর জন্য বরাদ্দ দিয়ে দ্রুততম সময়ের মধ্যে সেগুলোর নির্মাণ কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান ধীরগতিতে কাজ করছে। আশঙ্কা করা যাচ্ছে- সেতুগুলোর কাজ বর্ষার আগে সমাপ্ত করা সম্ভব নয়। এমন হলে বর্ষা মৌসুমে স্থানীয়রা চরম দুর্ভোগে পড়বেন। 

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলা দেশের সীমান্তবর্তী নিম্নাঞ্চল।  গোয়াইনঘাটে অধিকাংশ সময় পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা হয়ে থাকে। বন্যাপ্রবণ এ এলাকায় সরকার জনগণের সুবিধার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের সময়সীমা নির্ধারণ করে দেয়। গোয়াইনঘাটের নির্মাণাধীন ওই ৫টি সেতুর কাজ বর্ষা মৌসুম শুরুর আগে নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম / মতিন / ডি.আর