হবিগঞ্জে বিদেশী মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে মাদক চোরাচালান কাজে ব্যবহৃত ১টি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
আটককৃতরা হল, সিলেটের শাহ পরান এলাকার বাসিন্দা মৃত কচি মিয়ার পুত্র জামাল আহমেদ (৪৮) ও সিলেট জেলার গোয়াইনঘাট পাচপাড়া এলাকার বাসিন্দা মৃত কলিম উল্লাহর পুত্র আলী আহম্মেদ (৩৫)।
হবিগঞ্জ ডিবি পুলিশের এসআই অভিজিৎ ভৌমিক জানান, রোববার দিবাগত ভোর রাতে নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের নবীগঞ্জ টু আউশকান্দি রোডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় হায়তী কার ওয়াশ গৌরিশংক নামক একটি দোকানের সামনে থেকে বিদেশী মদসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
তাদের কাছ থেকে বিদেশী বিভিন্ন ব্যান্ডের ১৫০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। তাদেরকে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/জাকারিয়া/ইআ-১২