বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি, ব্যবসায়ী মো. হেলাল উদ্দিন বলেছেন, দেশ ও সমাজের জন্য বাংলাদেশ দোকান মালিক সমিতি সবসময় কাজ করে যাচ্ছে এবং সরকারী খাতে বেট প্রদান করে দেশের উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখছে। বর্তমানে আমরা একটি উন্নয়নশীল দেশে বসবাস করছি। তাই সবাইকে সততা ও নিষ্টার সাথে ব্যবসা বাণিজ্য করতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি সোমবার (২০ মার্চ) দুপুরে নগরীর মীরাবাজারস্থ একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার আহবায়ক, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, ব্যবাসায়ী মাহি উদ্দিন আহমদ সেলিম এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মনি মল্লিক মুন্না এবং আব্দুল আহাদ এর যৌথ পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহমান রিপন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির মহা সচিব মো. জহিরুল হক ভূঁইয়া, সিনিয়র সহ সভাপতি রেজাউল ইসলাম মন্টু, কেন্দ্রীয় সহ সভাপতি মোহাম্মদ আলী, সহ সভাপতি আব্দুল কাইয়ূ তালুকদার মনি, খন্দকার হেলাল উদ্দিন, সিলেট চেম্বার অব কমার্সের সদস্য হিশকিল গুলজার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাসান মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী মো. আখতার হোসেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৯