সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জোরপূর্বক প্রবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সাকিব নামের এক যুবকের হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় স্টেডিয়ামে খেলা চলছিলো।
সোমবার (২০ মার্চ) বিকেল পাঁচটার দিকে স্টেডিয়ামের ৪র্থ গেইটে এই ঘটনা ঘটে। পরে সাকিবকে আটক করে পুলিশ।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন সোমবার সন্ধ্যায় সিলেটভিউ-কে বলেন, ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। সাকিবের ঠিকানা এখনও জানা হয়নি।
সিলেটভিউ২৪ডটকম / মাহি / ডালিম