সিলেট মহানগরীতে বসবাসরত ফেঞ্চুগঞ্জবাসীদের নিয়ে গঠিত ‘ফেঞ্চুগঞ্জ সমিতি সিলেট’ এর সাধারণ সভা ও কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।


সোমবার (২০ মার্চ) রাতে নগরীর একটি হোটেলে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে এডভোকেট জমিরুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও এডভোকেট কামরুল হাসানকে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। ঘোষিত কমিটির অন্যান্যরা হলেন, জেষ্ঠ্য সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক বদরুল আলম বুলবুল।


কমিটি গঠনপূর্ব সভায় সভাপতিত্ব করেন সমিতি’র সভাপতি এডভোকেট জমিরুল ইসলাম চৌধুরী।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মো. কামরুল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী এহতেশামুল হক চৌধুরী, রাজনীতিবিদ এ আর সেলিম, দৈনিক পুন্যভূমির সম্পাদক মন্ডলীর সভাপতি ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট আব্দুল জলিল খোকন, ডা. বিশ্ব ভূষণ পাল, ময়নুল ইসলাম, ইকবাল হোসেন চৌধুরী ইকু, সৈয়দ শামীম আহমদ, আবুল কালাম আজাদ খান, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ জুয়েল, রাজনীতিবিদ আব্দুল আহাদ খান জামাল।

সভায় সংগঠনটির গঠনতন্ত্র নিয়ে আলোচনা করেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা  মো. নিজাম উদ্দিন।

সভায় অন্যান্যদের মাঝে বক্তৃতা রাখেন  জমিরুল ইসলাম বাবলু, সালাউদ্দিন পারভেজ, আমিরুল আলম কবির, জাকির হোসাইন, আব্দুর রব মাস্টার, মোসলেহ উদ্দিন আহমদ, তাহসান আহমদ সুনাম, আব্দুল কাদির রেখন, ওয়াহিদুল ইসলাম তফাদার প্রমুখ।


পূর্ণাঙ্গ কমিটি প্রেস রিলিজ আকারে প্রকাশিত হবে বলে সংগঠনটির সভাপতি এডভোকেট মো. জমিরুল ইসলাম চৌধুরী নিশ্চিত করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/ইআ-০৮