হবিগঞ্জের আজমিরীগঞ্জে স্বামী স্ত্রীর হাত পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লক্ষ টাকার মালামাল ডাকাতির অভিযোগ উঠেছে।
 

রবিবার গভীর রাতে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের বদরপুর গ্রামের নিখিল সুত্রধরের বাড়িতে এই ঘটনাটি ঘটে।
 


নিখিল সুত্রধর বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

সোমবার (২০ মার্চ) সকালে খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 

তবে পুলিশ বলছে সরকারি খাঁস ভুমি নিয়ে গ্রামের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। ঘটনাটি ডাকাতি কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার রাত ৮টায় নিখিল সুত্রধর বসত ঘরের মেইন গেইট তালা বদ্ধ করে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২ টায় নিখিল সুত্রধর বাড়ির বাহিরে গিয়ে মিনিট দশেক পর আবার ফিরে আসেন। এর কিছুক্ষণ পর ৬/৭ জনের একটি ডাকাতদল নিখিল সুত্রধরের বসত ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতদল সবার হাত পা বেঁধে আলমারি ভেঙ্গে নগদ ৭৪ হাজার টাকা, সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার, ১৭ ভরি রৌপ্যলংকার, ১ টি ল্যাপটপ ও ২ টি মোবাইল ফোন নিয়ে যায়।
 

নিখিল সুত্রধর জানান, ডাকাতদল আমার স্ত্রীকে কিছু একটা দিয়ে অচেতন করে বেঁধে রাখে। পরে আমাদের হাত পা বেঁধে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল লুটে নিয়ে যায়।
 

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মাসুক আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গ্রামের দুটি পক্ষের মধ্যে খাঁস ভুমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। একাধিকবার বিষয়টি নিয়ে শালিশ বৈঠক হয়েছে। এর সাথে ডাকাতির ঘটনাটির কোন যোগসূত্র আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত এই বিষয়ে কোন অভিযোগ আমরা পাইনি।

 

সিলেটভিউ২৪ডটকম/মিলাদ/এসডি-০৯