সিলেট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ। পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

 


এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, সফল কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপির শীর্ষ নেতৃত্ব নির্বাচনের পর ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ও ৯১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদনের মাধ্যমে সিলেটে বিএনপির কার্যক্রম আরো শক্তিশালী ও সুসংহত হবে। আওয়ামী বাকশালী সরকারের হাত থেকে অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে এই কমিটি অগ্রনী ভুমিকা পালন করবে বলে আমাদের প্রত্যাশা।

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত