আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ৩৩৮ রান করে অতীতে সর্বোচ্চ রানের নিজেদের রেকর্ড ভেঙেছিল বাংলাদেশ। পরের ম্যাচেই ৩৪৯ রান করে আগের ম্যাচের রেকর্ড ছাপিয়ে যায় তামিম ইকবালের দল।


ইংল্যান্ড পেসাররা পাকিস্তানে যা করেছে, মিরপুরে সেটিই করতে বলছেন ডোনাল্ডপেস  
দুটিই এখন ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের তালিকার শীর্ষে। এমন রানবন্যার সিরিজে শেষ ম্যাচে কি প্রথমবারের মতো ৪০০ রান স্পর্শ করবে বাংলাদেশ দল? বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের চটজদলি উত্তর, ‘সম্ভব, এতে কোনো সন্দেহ নেই।’

কীভাবে? উত্তরটা ডোনাল্ডের মুখেই শুনুন, ‘প্রথম ম্যাচে দুজন ৯০ রান করে আউট হয়েছে। পরের ম্যাচে দুজন ৭০ করেছে। মুশফিক অবশ্য ইনিংসটাকে বড় করেছে, ১০০ করেছে। আমরা ওই জুটিগুলোকে আরও গভীরে নিতে চাই। আয়ারল্যান্ডকে শেষ ১০ ওভারে নিতে চাই ৭ অথবা ৬ উইকেট হাতে রেখে। যেন আমরা আরও বেশি রান নিতে পারি। আমরা ওই জুটিগুলো আরও লম্বা করতে পারব।’

মুশফিকুর রহিমের সেঞ্চুরিটি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্রুততম
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটের প্রসঙ্গও এসেছে ডোনাল্ডের কথায়, ‘এখানে যে উইকেট ছিল, সেটা অনেকটা দক্ষিণ আফ্রিকার উইকেটের মতো। দারুণ বাউন্স। আর রাতে শিশিরের কারণে আরও দ্রুত হয়। দারুণ স্ট্রোক প্লের জন্য আদর্শ এমন উইকেট। আপনি এখানে থিতু হলে ইনিংস বড় করা উচিত।’ 

ডোনাল্ড এরপর আবারও জোর দিয়ে বলেন, ‘হ্যা, এখানে ৪০০ রান করা সম্ভব। অবশ্যই সম্ভব। আমাদের ওই জুটিগুলো আরও বড় করতে হবে, ম্যাচটাকে আরও গভীরে নিতে হবে।

সিলেটভিউ২৪ডটকম/এনটি


সূত্র : প্রথম আলো