সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২২ মার্চ) ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে দেশের ৭ টি জেলার ১৫৯ টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন তিনি।
ফেঞ্চুগঞ্জ উপজেলায় শেষধাপে ১২ টি পরিবারকে ভুমি ও গৃহ হস্তান্তরের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষনা করা হল।
প্রধানমন্ত্রীর ভার্চুয়াল ঘোষনা শেষে ফেঞ্চুগঞ্জ উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা।
ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি অফিসার সুব্রত দেবনাথের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: শাফায়েত হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ইকবাল হোসেন, শিক্ষা অফিসার সৈয়দ নুরুল হুদা, প্রাথমিক শিক্ষা অফিসার শফিক উদ্দীন, ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, ইউপি সদস্য জিল্লুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমেদ শাহ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেজান আহমেদ শাহ, ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/এসডি-১৯