গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ভূঁইয়ারপাড়া যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২১ মার্চ) আমুড়া ভূঁইয়ারপাড়াস্থ মাঠে উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ছোটনের পরিচালনায় ব্যবসায়ী নোমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কামাল মিয়া, সানমুন ইলেকট্রিক এর প্রোপাইটার রাসেল আহমদ, ১নং পশ্চিম আমুরা ইউনিয়নের ইউ/পি সদস্য মুস্তাক আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল আমিন হাসান, গোলাপগঞ্জ উপজেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মাহিদুল হাসান মাহিদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৬