মৌলভীবাজারের কমলগঞ্জে নানা কর্মসুচির মধ্য দিয়ে মণিপুরিদের নববর্ষ উৎসব (চৈরাউবা কুম্মৈ’ ৩৪২১) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
 

বুধবার সকাল ১১ টায় আদমপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মাঠে এ উৎসবের উদ্বোধন হয়।


চেরাউবা কুম্মৈর উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট এস, সি, সিনহা।
 

এছাড়া দিনব্যাপি নানা আয়োজনের মধ্যে ছিল গুণীজন সংবর্ধনা, মণিপুরিদের গবেষণামুলক প্রবন্ধ উপস্থাপন, বিভিন্ন ভাষার কবিদের অংশগ্রহণে কবিতা পাঠ, খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মণিপুরিদের ঐতিহ্যবাহী থাবল চংবা।
 

উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সারোইখাংবা উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক থৌওনাজম নিরঞ্জন সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন, মণিপুর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. নাওরেম সনাতম্বা সিংহ, মণিপুর ওয়াইখোম মণি গালর্স কলেজের সহকারী অধ্যাপক সাপম হেমন্ত সিংহ, সানাসম সেঙ্গোই সিংহ, মণিপুর সি আই কলেজের সহকারী অধ্যাপক ড. কোন্থৌজম বিমলা দেবী।

 

সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-২৭