বিশ্ব সমাজকর্ম দিবস- ২০২৩ উপলক্ষে শিশু সুরক্ষা কার্যক্রমে অবদান রাখায় সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সমাজকর্মী হিসেবে নির্বাচিত হয়েছে সুনামগঞ্জ জেলার বিশম্ভপুর উপজেলার সমাজসেবা কার্যালয়ের কর্মরত সমাজকর্মী মো. জায়ফর মিয়া।
তিনি ২০২০ সালের ২০ অক্টোবর সুনামগঞ্জ জেলার বিশম্ভপুর উপজেলার সমাজসেবা কার্যালয়ে যোগদান করে আজ অবধি শিশু সুরক্ষা কার্যক্রমে কর্মরত আছে।
শিশুর সর্বাত্মক স্বার্থে কাজ করে যাচ্ছেন, আইনের সংঘাতে আসা, আইনের সংস্পর্শে আসা ও সুবিধা বঞ্চিত শিশুদেরকে কেসম্যানেজমেন্ট এর আওতায় এনে বিভিন্ন ধরনের সেবার আওতায় লিংকেজের মাধ্যমে শিশুদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-১৬