পবিত্র রমজান মাস উপলক্ষে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৫শতাধিক  পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অন লাইন গ্রুপ ও সিলেট মিডিয়া কর্পোরেশন।


বুধবার (২২ মার্চ) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত উপহার প্রদান অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন।



অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমাজসেবী শিক্ষানুরাগী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী, সমাজসেবী সিরাজুল ইসলাম সাজুল, রুকুনুজ্জামান চৌধুরী, ফখরুল ইসলাম, প্রবাসী জুয়েল আহমদ, ফেঞ্জুগঞ্জ প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল। 


শিক্ষক আব্দুল জাবিদের পরিচালনায় অনুষ্ঠানে মাহতাব উদ্দীন, সিরাজ উদ্দীন প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/ইআ-০৩