সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন বলেছেন, মানুষ মানুষের জন্য। আর্তমানবতার সেবাই প্রকৃত মানবসেবা। আমাদের প্রতিবেশীর হক্ব আদায় করতে হবে। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে হবে। সিয়াম সাধনার মাসে আমাদের কোনো প্রতিবেশি যেন হক্ব থেকে বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।
 

যুক্তরাষ্ট্র প্রবাসীদের অর্থায়নে ও ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি লল্লিক আহমদ চৌধুরীর সহযোগীতায় রমজান উপলক্ষে দেড়শো পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
 


বুধবার সন্ধ্যায় নগরীর ফাজিলচিস্ত এলাকায় খাদ্যসামগ্রী বিতরণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাফেক মাহবুব, ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন, মুরব্বী নূর মিয়া, ৭নং ওয়াড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মখলিছ খান, সিলেট জেলা যুবদল নেতা জামাল আহমদ খান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আনোয়ার হোসেন রাজু, সিলেট মহানগর যুবদল নেতা মিসবাহ খান, রাহাত আহমদ টিপু, আবদুল জলিল প্রমুখ।
 

বিতরণকৃত খাদ্যসামগ্রীতে ছিলো চাল, ডাল তেল, লবণ,পিঁয়াজ, আলু, আদা, রসুন খেজুর ও চানা।


 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৫