ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আজ বিকালে আফ্রিকার দেশ সিশেলসের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। সিলেট জেলা স্টেডিয়ামে বিকাল ৩টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচ।
সর্বশেষ ম্যাচে জয় না পেলেও এবার নিজেদের সেরাটা দিয়ে জয় তুলে নেয়ার লক্ষ্য লাল-সবুজের প্রতিনিধিদের। অন্যদিকে জয়ের লক্ষ্যে মাঠে নামবে অতিথিরাও।
আফ্রিকার দেশটির বিপক্ষে এর আগেও খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। তবে শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টে অপেশাদার দলটিকে হারাতে পারেনি জামালরা। এবার সেই জয়খরা কাটানোর সুযোগ বাংলাদেশের সামনে।
ফিফা র্যাঙ্কিংয়ে ১৯৯তম অবস্থানে রয়েছে সিশেলস। বাংলাদেশ রয়েছে তার পাঁচ ধাপ ওপরে।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৪