স্বাধীনতা দিবস উপলক্ষে 'সংবাদপত্রে স্বাধীনতার তথ্যচিত্র' শীর্ষক প্রদর্শনীর আয়োজন করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। রবিবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ প্রদর্শনী চলবে বলে জানান সংগঠনটির দপ্তর সম্পাদক জুবায়েদুল হক রবিন। প্রেসক্লাবের উদ্যোগে তৃতীয়বারের মত এ আয়োজন বলে জানান তিনি।
এ বিষয়ে প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, 'নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না। জানে না মুক্তিযুদ্ধের সমসাময়িক সময়ে এদেশে কি ঘটেছিলো। মুক্তিযুদ্ধের সময়ে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে তথ্যবহুল সংবাদ প্রচার হয়েছিলো।'
'বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমে মুক্তিযুদ্ধের সমসাময়িক সময়ে প্রকাশিত নানা সংবাদ স্থান পেয়েছে এ তথ্যচিত্র প্রদর্শনীতে। এছাড়া ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ ও পাকিস্থানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলার দূর্লভ কিছু আলোকচিত্র এ প্রদর্শনীতে স্থান পেয়েছে।'
মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্ববদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ছড়িয়ে দিতে শাবি প্রেসক্লাব এ প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, 'এ প্রদর্শনীর মাধ্যমে নতুন প্রজন্ম স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে অজানা অনেক তথ্য জানতে পারবে।'
এতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে 'সংবাদপত্রে স্বাধীনতার তথ্যচিত্র' শীর্ষক এ প্রদর্শনীতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি ।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/পল্লব-১৪