সিলেটের দক্ষিণ সুরমায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে চিহ্নিত এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানাপুলিশ। শুক্রবার (২৪ মার্চ) রাত পৌনে ১০টার দিকে দক্ষিণ সুরমার রেল গেইট থেকে তাকে গ্রেফতার করা হয়। 

ছিনতাইকারী রাজু আহমদ (২৩) চাঁদপুর জেলার শাহরাস্তি থানার আহমদনগর গ্রামের মৃত তাজু মিয়ার ছেলে। তিনি বর্তমানে দক্ষিণ সুরমার বারখলা এলাকার আহাদ মিয়ার কলোনিতে থাকেন। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমায় একাধিক মামলা রয়েছে। 


গ্রেফতারকালে রাজুর কাছ থেকে ধারালো একটি চাকু জব্দ করে পুলিশ। 

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম)-এর বরাত দিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশ শুক্রবার রাত পৌনে ১০টার দিকে দক্ষিণ সুরমা রেল গেইট  এলাকায় অভিযান চালিয়ে রাজুকে গ্রেফতার করে। এসময় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। গ্রেফতারের পর তাকে তল্লাশি করে ধারালো একটি চাকু পায় পায়।

পরে রাজুর বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক শনিবার তাকে আদালতে প্রেরণ করে পুলিশ। 


সিলেটভিউ২৪ডটকম / জে.এ.সি / ডালিম