মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিবসের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছে সিলেট জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
রবিবার (২৬ মার্চ) রাতের প্রথম প্রহর (১২টা ১মিনিট) সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভেঅকেট রনজিত সরকার, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সম্ভাব্য মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের।
এছাড়াও উপজেলা ও পৌর ছাত্রলীগের সহ অসংখ্য জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৮